মো. দেলোয়ার হোসাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:০০ পিএম (ভিজিটর : ১৪১)
প্রতীকী ছবি
আমার পরিচয় আমি বাঙালি,
আমার মাটি সোনার চেয়ে খাঁটি,
আমার নদী, আকাশ, আর সাগর,
মিশে গেছে হৃদয়ের গভীরে গভীর।
আমার ভাষা, মায়ের মুখের ভাষা,
তারই জন্য ঢাললাম বুকের রক্ত,
একুশের গান গাই তপ্ত হৃদয়ে,
শির উঁচু করি, থাকি চিরমুক্ত।
আমার গ্রামে বাজে বাঁশির সুর,
পাখির গানে ভরে ওঠে দুপুর,
ধানের গন্ধে মেতে থাকে শস্যক্ষেত,
সেই মাটিতেই বুনেছি ভালোবাসার ক্ষেত।
আমার মায়ের আঁচল রঙিন স্বপ্নে,
ঝরা ফুল নয়, জীবনবীজ রোপে,
চোখে তার অশ্রু, তবু মুখে হাসি,
তার ভালোবাসা আমার সবচেয়ে আভাসি।
আমার গানে গাই মুক্তির জয়,
আমার কলমে লিখি মানবের পরিচয়,
সোনার বাংলা, আমি তোমার সন্তান,
তোমার সুরে বাঁধি হৃদয়ের গান।
আমি সংগ্রাম, আমি ইতিহাস,
আমি বিজয়, আমি স্বাধীন নিঃশ্বাস,
আমার পরিচয় আমি বাঙালি,
লাল-সবুজ পতাকা, আমার জাতির প্রতীক।
এই মাটি, এই মানুষ, এই সময়,
আমার আত্মা, আমার আপন পরিচয়,
আমার কণ্ঠে ধ্বনিত হয় সেই বার্তা,
বাঙালি হয়ে বাঁচবো, এ আমার অঙ্গীকার।
কেকে/এমআই