শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে      তিন বিভাগে ৩ দিন বজ্রবৃষ্টির আভাস      খিলগাঁওয়ে স-মিলে আগুন      মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন: ড. ইউনূস      ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্য চাই’      রাসূল (সা.) এর কটুক্তিকারীর শাস্তির দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ      বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব তপন কুমার      
প্রিয় ক্যাম্পাস
ফিস্টোলা নির্মূলে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৮১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০৩০ সালের মধ্যে দেশের প্রান্তিক পর্যায়ও বিশেষত মহিলাদের প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের প্রতিশ্রুতিকে সামনে রেখে ঢাকায় দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টোলা সার্জন্স (আইএসওএফএস)-এর ৯ম আন্তর্জাতিক সম্মেলনটি শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের (বিআইসিসি) লিজান্ডারি হলে সম্মেলনটির উদ্বোধন উপলক্ষ্যে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টোলা সার্জন্স (আইএসওএফএস)-এর সভাপতি অধ্যাপক সায়েবা আকতার।

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জানানো হয়, দুদিনব্যাপী এই সম্মেলনটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য- প্রসবজনিত ফিস্টোলা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, উন্নত চিকিৎসার সুযোগ তৈরি করা এবং এই রোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী যৌথ প্রচেষ্টা গড়ে তোলা। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক একত্রিত হবেন বলেও জানানো হয় এতে।

এর আগে ওজিএসবি হাসপাতালে গত ৯ ডিসেম্বর (সোমবার) থেকে ১১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত কনফারেন্স পূর্ববর্তী কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানেও দেশ বিদেশের বিখ্যাত ফিষ্টোলা সার্জনগণ অংশগ্রহণ করেন।  

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার ভার্চুয়াল বার্তা দিয়ে ফিস্টোলা সার্জনদের অনুপ্রানিত করেছেন এবং এই সম্মেলনের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক সোয়েবা আকতার বলেন, ইউএনএফপিএ ২০০৩ সাল থেকে ফিস্টোলা নির্মূল বিষয়টি নিয়ে অত্যন্ত জোরালো ভাবে কাজ করছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন হাসপাতালও এই বিষয়টি নিয়ে কাজ করছে। বিশেষভাবে মামস ইন্সস্টিটিউট ফিষ্টোলা নির্মূলে অনেক কাজ করছে। এই পর্যন্ত ৪৯টি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছে। এছাড়াও ডিএমসিএইস, ল্যাম্ব হাসপাতাল, হোপ হাসপাতাল বিশেষভাবে কাজ করছে।

মহিলাদের প্রসবজনিত ফিস্টুলা নিয়ে তিনি আরো বলেন, প্রসবজনিত ফিস্টোলা একটি জটিল শারীরিক অবস্থা, যা সাধারনত দীর্ঘস্থায়ী বা জটিল প্রসবের কারণে নারীদের মূত্রনালী বা পায়ুপথের মধ্যে অস্বাভাবিক যোগাযোগের সৃষ্টি করে। এর ফলে রোগীরা মূত্র বা মল নিঃসরণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সমাজের কাছে অপমানিত হন। এটি সাধারণত গরিব, প্রত্যন্ত এবং স্বাস্থ্য সেবা সংকটাপন্ন এলাকায় বেশি দেখা যায়। বিশ্বের নানা প্রান্তে, বিশেষত আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার কিছু অঞ্চলে, প্রতি বছর প্রায় ১০ লাখ নতুন ফিস্টোলা রোগী তৈরি হয়।

তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থার মতে, প্রসবজনিত ফিস্টুলা একটি গুরুতর স্বাস্থ্য সংকট, যা নারীদের জীবনকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করে। আক্রান্ত নারীরা শুধু শারীরিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, বরং অনেক সময় সমাজ ও পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাদের শীর্ষস্থানীয় পদ থেকে বিতাড়িত হতে হয় এবং নির্যাতনের শিকার হন।

রাষ্ট্রসহ এই রোগের সাথে সংশ্লিষ্ট সকল মহলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সোয়েবা আকতার বলেন, এই রোগটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। আমাদের এখন সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি এইখাতে সুযোগ সুবিধাগুলো বাড়াতে হবে৷ ২০৩০ সালের মধ্যে ফিস্টোলা নির্মূলে স্বাস্থ্যসেবার এই খাতে সরকারের বিশেষ দৃষ্টি প্রত্যাশা করেন তিনি।

এসময় ফিস্টোলা নির্মূলে বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, প্রসবজনিত ফিস্টোলা নির্মূলের লক্ষ্যে বিশ্বব্যাপী সহযোগিতা অত্যন্ত জরুরি। অনেক দেশে, বিশেষত উন্নয়নশীল এবং কম আয়ের দেশে, ফিস্টোলা রোগের চিকিৎসা সেবা এখনও সীমিত। ফিস্টোলার কারণে নারীরা একদিকে যেমন শারীরিক সমস্যায় ভোগেন, অন্যদিকে তারা মানসিক ও সামাজিক নির্যাতনের শিকার হন। ফলে, শুধুমাত্র চিকিৎসা নয়, তাদের পুনর্বাসন ও সমাজে পুনঃপ্রবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে ফিস্টোলা নির্মূলের জন্য কিছু কার্যকরী পদক্ষেপের কথা তুলে ধরা হয়, এর মধ্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটানো, প্রসবের সময় নারীদের পর্যাপ্ত মনিটরিং এবং সঠিক ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রতিটি অঞ্চলে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা তৈরি করা, বিশেষজ্ঞ প্রশিক্ষণ এবং তা বৃদ্ধি করা, ফিন্যান্সিং এবং গবেষণা বাড়ানো, ফিস্টোলা নির্মূলের জন্য গবেষণা এবং প্রযুক্তিগত উন্নতি সাধন, নারী স্বাস্থ্য সেবার সম্প্রসারণ এবং ফিস্টোলা রোগীদের পুনর্বাসন এবং মানসিক সহায়তা প্রদান।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না: অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, নারীসহ নিহত ২
দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
টঙ্গীতে গ্রাহকের টাকা নিয়ে উধাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
পরকীয়ার জেরেই স্বামী সন্তানের হাতে বলি স্কুলশিক্ষিকা মিলি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝