শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      
প্রিয় ক্যাম্পাস
আবু সাঈদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করলে পুলিশকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৩ পিএম আপডেট: ১৩.১২.২০২৪ ৫:০৭ পিএম  (ভিজিটর : ১৭৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আবু সাঈদ হত্যায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার না করলে রংপুর থেকে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে জানিয়েছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহিদ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় আবু সাঈদের বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহার ভুক্ত ছাত্রলীগের চুরাশি জনের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাবেক প্রক্টরকে গ্রেফতার করলেও আবু সাঈদ হত্যার সাথে সরাসরি জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেফতার না করলে এই সংগ্রামী ছাত্র-জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সকল মহলকে বলে দিতে চাই- সেই সকল পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে এই রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে তাদেরকে অবাঞ্ছিত ঘোষনা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আজকের এই মানববন্ধন থেকে হুশিয়ার করে বলতে চাই- দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায় আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাঈদ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা মদদ দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ।

এ বিষয়ে তাজহাট থানা ওসি শাহালম সরদার বলেন, আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই পুলিশ নিয়েছেন। এটা আমাদের হাতে নেই। তাই আমাদের কোন কিছু করার নেই।

রংপুর পিবিআইয়ের এসপি এ বি এম জাকির হোসেন বলেন, আবু সাঈদ হত্যার একমাস পর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে অনেক আসামি দেশ ছেড়ে চলে গেছে। আমাদের চেষ্টায় কমতি নেই। তদন্ত চলছে, মনিটরিং সেল গঠন করা হয়েছে। মন্ত্রাণালয়লও বিষয়টি দেখছে, আর অনেক ডকুমেন্টেশনের কাজ এখনো শেষ হয়নি।

উল্লেখ্য, চার মাসের অধিক সময় পার হয়ে গেলেও আবু সাঈদ হত্যা মামলায় জড়িতদের এখনো আইনের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয়েছে রংপুর পুলিশ প্রশাসন।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   আবু সাঈদ   মানববন্ধন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
জীবননগর সীমান্তে ৬৬লক্ষ টাকার ইয়াবা উদ্ধার
নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
অভিনেত্রী নিপুণকে সিলেট বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝