নওগাঁর হরিজন পল্লীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নওগাঁ শহরের হরিজন কলোনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কয়েকদিন থেকেই নওগাঁয় শীতের তীব্রতা বেড়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। আজ হরিজন কলোনির ১২০ কে শীত বস্ত্র হিসাবে চাদর দেওয়া হয়েছে। এবং ধারাবাহিকভাবে সকল সীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এখন পযন্ত শীতবস্ত্র বিতরণের জন্য সরকারিভাবে প্রতিটি উপজেলার জন্য ৩ লক্ষ্য টাকা বরাদ্দ এসেছে। পরবর্তীতে বরাদ্দকৃত টাকার সংখ্যা আরো বাড়তে পারে।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীষ, হরিজন সম্প্রদায় কল্যাণ সমিতির সভাপতি মানু বাঁশফোড় প্রমুখ।
কেকে/এইচএস