বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. তামিম রাজ বলেছেন, শ্রেণিকক্ষে যেসব শিক্ষক জলবায়ু পরিবর্তনে বৃক্ষের গুরুত্ব নিয়ে পড়াচ্ছেন, তারাই নির্বোধের মতো গাছ কাটার নির্দেশ দিচ্ছেন। এটি অত্যন্ত লজ্জাজনক। উন্নয়নের নামে বৃক্ষনিধন কখনোই টেকসই হতে পারে না।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাকৃবি রেলস্টেশনের পেছনে অবকাঠামো উন্নয়ন ও দোকান স্থানান্তরের নামে গাছ কাটার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুরনো ও বড় গাছগুলো কাটা হচ্ছে। কিন্তু কোথাও নতুন গাছ লাগানো হচ্ছে না।
এসময় শিক্ষার্থীরা, ‘গাছ কাটা পড়লো কেন, প্রশাসনের জবাব চাই’, ‘ক্যাম্পাসের প্রকৃতি-পরিবেশ রক্ষা করো’, এবং ‘গাছ কেটে উন্নয়ন মানি না, মানবো না’ বলে স্লোগান দেন ।
আরেক শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, বাকৃবির প্রাণ হচ্ছে বৃক্ষ। এই ক্যাম্পাসের নান্দনিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছের অবদান অমূল্য। যেখানে কৃষি নিয়ে পড়ানো হয়, সেখানে উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষনিধন মেনে নেওয়া যায় না। গাছ কাটার বিষয়ে আমরা বারবার শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কর্ণপাত করেনি। বরং সবাই দোকানিদের লাভের দিক বিবেচনায় ব্যস্ত। অথচ এসব গাছের ফাঁকে ফাঁকে টিনের দোকান বসানো যেত। যা দোকানের আশপাশের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিত।
কেকে/এইচএস