ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের অধ্যাপক শিশির ভট্রাচার্য তার ফেসবুক স্টাটাসে ইসলাম ধর্ম এবং চব্বিশের শহিদদের নিয়ে একাধিকবার আপত্তিকর মন্তব্য করেছে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ বিক্ষোভ মিছিল করে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে 'খুনিদের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও','ধর্ম নিয়ে অবমাননা, চলবে না,চলবে না''হৈ হৈ রৈ রৈ, শিশির তুই গেলি কই','বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান' 'শিক্ষক সমিতি, বয়কট, বয়কট ' ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর ৩দফা দাবি পেশ করে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো ১. ধর্ম নিয়ে অবমাননার অভিযোগে শিশির ভট্রাচার্যকে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে ২. অবৈধ সিন্ডিকেট ভেঙে নিয়মতান্ত্রিক সিন্ডিকেট গঠন করতে হবে ৩. ফ্যাসিবাদের দোসর শিক্ষিকদের চাকরিচ্যুত করাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
৩দফা দাবি পেশ করে বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোসাদ্দেক আলি বলেন, শীগ্রই ৩দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি গ্রহণ করব। এছাড়া আগামী দুইদিন এই দাবির পক্ষে গণসংযোগ চালিয়ে জনমত গঠন করা হবে।
বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, কোনো শিক্ষক যখন ধর্ম অবমাননা করে, তখন তাকে আমরা শিক্ষক না বলে কুলাঙ্গার বলতে স্বাচ্ছন্দ বোধ করি। শিশির ভট্টাচার্য এমনটি করার দুঃসাহস দেখিয়েছে। আমরা তার পদত্যাগ এবং বিচার দাবি করছি।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে নীল দল নির্বাচন করার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করতে চাচ্ছে। শিক্ষক সমিতিতে অনেক ফ্যাসিবাদের দোসর এখনো বহাল তবিয়তে আছে। তাদের নির্বাচনের নামে নীল দলের এমন অপচেষ্টাকে রোধ করতে হবে।
বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দাবি গুলো বিবেচনা করার আশ্বাস দেন।
শিশির ভট্টাচার্যের ধর্ম অবমাননার বিষয়ে তিনি বলেন, যেকোনো বিবেচনায় ধর্ম অবমাননা গর্হিত কাজ। এমন আচরণ যদি কেউ করে আমরা কখনোই তা ভালো ভাবে নিব না। ২৪ এর শহীদরা আমাদের কাছে মীমাংসিত বীর। তাদেরকে নিয়ে অবমাননা করা ঘৃণ্য কাজ। কেউ এমন কাজ করলে আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনেক সদস্যকে ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে। বাকি গুলোও আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে।
কেকে/এআর