যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে ট্রাম্প শপথ নেবেন।
ট্রাম্পের ক্ষমতাগ্রহণ প্রস্তুতি দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পের আমন্ত্রণে সি চিন পিং সাড়া দিয়েছেন কি না? জবাবে ক্যারোলিন বলেন, বিষয়টি নির্ধারিত হবে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ছাড়াও অন্যান্য বিশ্বনেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প, তবে তাদের নাম প্রকাশ করেননি মুখপাত্র। তিনি বলেন, ট্রাম্প যে সব দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন, তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের মিত্র নয়, প্রতিপক্ষ ও প্রতিযোগী দেশগুলোর নেতারাও আছেন। ট্রাম্প যেকোনো দেশের নেতার সাথে আলোচনার জন্য প্রস্তুত, তবে তিনি সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে রাখবেন।
রয়টার্সের মাধ্যমে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর চীনা প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল ও টেকসই রাখতে আহ্বান জানান।
এদিকে, ২০ জানুয়ারি শপথ অনুষ্ঠানে অংশ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে ক্রেমলিন নিশ্চিত করেছে।
কেকে/এআর