বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সম্পাদনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন,বিধি ও পরিপত্র নিয়ে একটি বইয়ে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বইয়ের প্রকাশনা উৎসবে বইটির মোড়ক উন্মেচন করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এসময় জেলা প্রশাসক সকলকে বইটি সংগ্রহ করা এবং এই বইটিতে লিপিবদ্ধ করা পার্বত্য চট্টগ্রামের আইন,বিধি ও পরিপত্র বিস্তারিত পড়ার অনুরোধ জানান।
প্রকাশনা উৎসবে জেলা প্রশাসক জানান, বইটিতে পার্বত্য এলাকার আইন,বিধি ও পরিপত্র নিয়ে বিশদ ধারণা দেয়া হয়েছে এবং বইটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার,পার্বত্য চট্টগ্রাম বাজার ফান্ড,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সুযোগ সুবিধা, উপজেলা পরিষদ আইন,পার্বত্য চট্টগ্রাম চুক্তিসহ পার্বত্য এলাকার বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করা হয়েছে এবং এই বইটি আগামীতে পার্বত্য এলাকার জনগণের বিভিন্ন কাজে প্রয়োজন হবে।
এসময় প্রকাশনা উৎসবে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসিফ রায়হানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর