চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পদুয়া বাজার সংলগ্ন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাছির উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন। সাবেক ছাত্র নেতা মোঃ সেলিম উদ্দীন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ জসিম উদ্দীন, ভার্জিনিয়া বিএনপি’র সহ-সভাপতি খালেদ চৌধুরী, পদুয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোবারক হোসেন বাবুসহ দলের নেতা-কর্মীরা।
সভায় প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী বলেন, বিএনপি এ দেশের মাটি ও মানুষের প্রিয় রাজনৈতিক সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন একদিকে এ দেশের সর্বশ্রেণী মানুষের অতি প্রিয় ব্যক্তিত্ব, অনুরূপভাবে তিনি শ্রমজীবী মানুষের মাঝে কর্ম প্রেরণা সৃষ্টি করে এ দেশকে স্বনির্ভর করে তুলেছিলেন। আজ তিনি নেই, তার সন্তান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশকে নতুন আঙ্গীকে সাজিয়ে তুলতে তিনি ৩১ দফা ঘোষণা করেছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমান’র হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানিয়েছেন তিনি।
কেকে/এআর