কতদূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার? কবেই বা হতে পারে ভোট? এ নিয়ে এক টেলিভিশনের একান্ত সাক্ষাতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, একই ব্যবস্থাপনা আর কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে এতো মানুষের জীবন দেয়ার কোনো অর্থ হয় না। পরিবর্তন আনতে আমরা কিছু রূপরেখা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে।
কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে। একটি বড় প্রজন্ম ভোট দিতে পারেনি। জানান, তিনি নিজেও ভোট বঞ্চিত আছেন। তাই নির্বাচন নিয়ে আগ্রহ নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার কথা আছে। রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।
কেকে/এআর