বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।
নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা মো. মুজিবুর রহমান ভূঁইয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, নওগাঁ জেলা প্রধান উপদেষ্টা খ. ম আব্দুর রাকিব, নাটোর জেলা প্রধান উপদেষ্টা ড. মীর নূরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুস সবুর, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ নীতি দিয়েছেন। তবে আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের সমাজে শ্রমিকরা আমাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করে, কিন্তু নিজেরাই সেই ঘর নির্মাণের সুযোগ পান না। শ্রমিকদের জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কারণ সৎ নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সম্মেলনে নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, দায়িত্ব এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সম্মেলনে শ্রমিকদের জন্য একটি সুন্দর, ন্যায্য এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কেকে/এএম