চলতি শীত মৌসুমে দ্বিতীয়বারের মতো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে।
(শুক্রবার) ১৩ ডিসেম্বর সকাল ৯ টায় ঈশ্বরদী আবহাওয়া অফিসে সর্বনিম্ন ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন।
এর আগে গত ২৬ নভেম্বর এই অঞ্চলে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। নাজমুল হক আরও জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছে এবং দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বাড়ছে।
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে যানবাহন চলাচলে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের দিনমজুর শ্রেণীর মানুষ তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।
তাপমাত্রার এমন নিম্নমুখী অবস্থা চলতে থাকলে জনজীবনে শীতের প্রভাব আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। শীতার্ত মানুষের সাহায্য ও গরম কাপড় বিতরণের উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
কেকে/এএম