চট্টগ্রামের আনোয়ারা টানেল সড়কে সামাজিক সংগঠন ‘সারা আনোয়ারা’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৭.৫ কিলোমিটার বিজয় ম্যারাথন ও বার্ষিক মিলনমেলা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে এই আয়োজন শুরু হয়।
ম্যারাথনে শিশু, কিশোর, যুবক ও বয়োজ্যেষ্ঠসহ মোট ৪২৮ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। সকাল ৭টায় চৌমুহনী গোলচত্বর থেকে শুরু হয়ে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রদক্ষিণ করে মোহাম্মদপুর মাঠে গিয়ে প্রতিযোগিতা শেষ হয়।
প্রতিযোগিতার ৭.৫ কিলোমিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন আয়াত, দ্বিতীয় হৃদয় এবং তৃতীয় স্থান দখল করেন মোহাম্মদ তাইফ। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন যথাক্রমে জাহিদুল ইসলাম নয়ন ও মোহাম্মদ রাশেদ। ফিনিশারদের মধ্যে আরও পাঁচজনসহ মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন শেষে দিনব্যাপী বার্ষিক মিলনমেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মাঝে মেডেল প্রদান করা হয় এবং ৫২টি সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দ্রীপাল চন্দ্র শীল, মহিউদ্দীন মনজুর, শহিদ চৌধুরী, সাংবাদিক নুরুল ইসলাম, মোরশেদ হোসেন ও হুমায়ুন কবির শাহ সুমনসহ আরও অনেকে।
আয়োজনের প্রশংসা করে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আয়োজিত এই ম্যারাথন সবাইকে উজ্জীবিত করেছে।
কেকে/এএম