রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
ঈশ্বরদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের হিড়িক
শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৪:০৩ পিএম  (ভিজিটর : ১১১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের প্রবণতা দেখা যাচ্ছে। 

গত ১১ ডিসেম্বর সাহাপুর ইউনিয়নের বাঁশেরাবাদে বিএনপির ৯ নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই একটি ঘটনা ঘটে। 

স্থানীয় নেতারা অভিযোগ করেন, মো. জিয়াউর রহমান জিয়া, যিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ২০২২ সালে বিভিন্ন আওয়ামী লীগ নেতার ছবি দিয়ে ব্যানার টানিয়ে প্রচারণা চালিয়েছিলেন, এখন বিএনপির একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত হচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, বিএনপিতে নতুন সদস্যদের প্রবেশ স্বাভাবিক হলেও অতীতে আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের এইভাবে অনুপ্রবেশ করা দুঃখজনক এবং দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

স্থানীয় বিএনপি নেতা সানোয়ার হোসেন সান্টু মেম্বার বলেন, অনুষ্ঠানে অনেক অচেনা মুখ ছিল। এটি দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জিয়াউর রহমান জিয়া আগে আওয়ামী লীগের হয়ে কাজ করতেন। এখন তিনি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন।

এদিকে, যুবদলের আহ্বায়ক রকিবুল ইসলাম রকি বলেন, যে কেউ দলে আসতে পারে, তবে আগের সরকারের নেতাদের সক্রিয় ভূমিকা খুবই লজ্জাজনক।

অনুষ্ঠানের বিভিন্ন আলোচনায় বিএনপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিএনপিতে প্রবেশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জিয়াউর রহমান জিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় নেতারা মনে করছেন, এই ধরনের অনুপ্রবেশ ভবিষ্যতে বিএনপির অভ্যন্তরীণ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝