পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের প্রবণতা দেখা যাচ্ছে।
গত ১১ ডিসেম্বর সাহাপুর ইউনিয়নের বাঁশেরাবাদে বিএনপির ৯ নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই একটি ঘটনা ঘটে।
স্থানীয় নেতারা অভিযোগ করেন, মো. জিয়াউর রহমান জিয়া, যিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ২০২২ সালে বিভিন্ন আওয়ামী লীগ নেতার ছবি দিয়ে ব্যানার টানিয়ে প্রচারণা চালিয়েছিলেন, এখন বিএনপির একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত হচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, বিএনপিতে নতুন সদস্যদের প্রবেশ স্বাভাবিক হলেও অতীতে আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের এইভাবে অনুপ্রবেশ করা দুঃখজনক এবং দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।
স্থানীয় বিএনপি নেতা সানোয়ার হোসেন সান্টু মেম্বার বলেন, অনুষ্ঠানে অনেক অচেনা মুখ ছিল। এটি দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জিয়াউর রহমান জিয়া আগে আওয়ামী লীগের হয়ে কাজ করতেন। এখন তিনি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন।
এদিকে, যুবদলের আহ্বায়ক রকিবুল ইসলাম রকি বলেন, যে কেউ দলে আসতে পারে, তবে আগের সরকারের নেতাদের সক্রিয় ভূমিকা খুবই লজ্জাজনক।
অনুষ্ঠানের বিভিন্ন আলোচনায় বিএনপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিএনপিতে প্রবেশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জিয়াউর রহমান জিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় নেতারা মনে করছেন, এই ধরনের অনুপ্রবেশ ভবিষ্যতে বিএনপির অভ্যন্তরীণ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কেকে/এএম