শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      
গ্রামবাংলা
কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
মো. ফারুক আহম্মেদ মোল্লা, শরীয়তপুর
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৪:১৩ পিএম  (ভিজিটর : ১৩৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম (৪০) নামের এক কৃষক। এসময় কামড় দেওয়া সাপটিকে মেরে সঙ্গে নিয়েই তিনি হাসপাতালে আসেন। আশরাফুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক আশরাফুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝগড়ার চর গ্রামের মতিয়ারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

হাসপাতালে গিয়ে দেখা যায়, সাপে কামড়ের শিকার আশরাফুল ইসলামের শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, সাপে কামড় দিলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে অন্তত ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরমধ্যে শারীরিক অবনতি ঘটলে এন্টিভেনম প্রয়োগ করা হয়।

জানা যায়, আহত আশরাফুল ইসলাম জাজিরার ডুবিসায়বর বন্দর কাজীরহাটের শ্রমিক হাটের একজন নিয়মিত শ্রমিক। বৃহস্পতিবার সকালে পালেরচরের ইয়াছিন ঢালী নামের এক কৃষক তাকে পালেরচর এলাকার সংলগ্ন পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করার জন্য নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে জমিতে কাজ করার সময় আশরাফুলের পায়ে সাপে কামড় দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপে কামড়ের স্থানের একটু উপড়ে বেধে এবং সাপটিকে মেরে ছোট একটি বালতিতে করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

চিকিৎসাধীন আশরাফুল বলেন, দুপুরে পদ্মা নদীর চরে ক্ষেতে কাজ করার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। এসময় চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এখন তিনি সুস্থ আছেন বলেও জানান।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. নাজিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটি দেখে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করা যায়। এতে আমাদের প্রাথমিক চিকিৎসা দিতে সহজ হয়। রোগীকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পর পর তার রক্ত পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি না হলে তিনি বিপদমুক্ত। আর যদি শারীরিক অবস্থার অবনতি হয় তবে তাকে এন্টিভেনম দেয়া হবে।

কেকে/এমআই
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জন্মদিনে যশের সঙ্গে দুবাইয়ে নুসরাত জাহান
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
জুলাইয়ের ঘোষণাপত্রে আলেমদের অবদান উল্লেখ থাকতে হবে: আতাউর রহমান
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝