কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক অভিযানে সাড়ে ৬ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে একটি টহল দল উপজেলার গোড়াক মণ্ডল এলাকায় অভিযান চালায়। ১৫০ সিসি পালসার মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক মোস্তফা কামাল (৪৫) মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। গাড়ি তল্লাশি করে সিট কভারের নিচ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, রাত সাড়ে ১০টায় আটিয়াবাড়ী এলাকায় এসআই রাকীবের নেতৃত্বে আরেকটি অভিযানে একটি অটোরিকশা তল্লাশি করা হয়। সিট কভারের নিচ থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা চালক নুরনবী (২৩) কে আটক করা হয়। তিনি উপজেলার ধর্মপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আটক নুরনবীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের এসব অভিযান মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
কেকে/এএম