কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে অটো রিকশা ও মোটর সাইকেল এবং সাড়ে ৬ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার গোড়াক মন্ডল এলাকায় লাল-কালো রংয়ের ১৫০ সি সি পালসার মোটর সাইকেলের গতিরোধ করলে গাড়ি চালক উপজেলার গোড়াক মন্ডল এলাকার হাসেম আলীর ছেলে মোস্তফা কামাল (৪৫) গাড়িটি ফেলে পালিয়ে যায়। এসময় গাড়িটি তল্লাশি করে সিট কভারের নীচ থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে, রাত সাড়ে ১০টায় উপজেলার আটিয়াবাড়ী এলাকায় এস আই রাকীব সহ ফুলবাড়ী থানার পুলিশ একটি অটোরিকশা তল্লাশি করে সিট কভারের নীচ থেকে ২০বোতল ভারতীয় ফেন্সিডিল ও অটো রিকসাসহ অটো চালক নুরনবী (২৩)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটক নুরনবী উপজেলার ধর্মপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এমএস