রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা      
গ্রামবাংলা
অতিথি পাখির কলকাকলিতে মুখর করতোয়া নদী
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৪ পিএম  (ভিজিটর : ১৬২)
অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার করতোয়া নদী। ছবি: প্রতিনিধি

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার করতোয়া নদী। ছবি: প্রতিনিধি

শীতের আগমনের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে করতোয়া নদীতে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। দিনভর জলকেলি, খুনসুটি সেই সঙ্গে কিচির-মিচির শব্দ, কখনো নীল আকাশে ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে পাখিরা। যা দেখতে নদীপাড়ে ভিড় করছেন পাখি প্রেমীরা। অগণিত পাখির কিচির-মিচির শব্দে ঘুম ভাঙছে সেখানকার মানুষের।

জানা যায়, প্রতিবছর শীত আসার সঙ্গে সঙ্গে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে অতিথি পাখি আসতে শুরু করে। সাধারণত শীতে সুদূর সাইবেরিয়া থেকে পাখিরা এই নদীতে আসে। এরমধ্যে পরিযায়ী সরালি, বালি হাঁস, দেশীয় পানকৌরী ও সাদা বক রয়েছে।

সরজমিনে দেখা যায়, কিছু পাখি ঝাঁক বেধে আপন মনে সাঁতার কাটছে। কিছু কচুরিপানা পাতায় আপন মনে বিশ্রাম নিচ্ছে। কিছু আবার আকাশে উড়ছে। আবার পরক্ষণেই ঝাঁপ দিচ্ছে জলে। পাখির কিচিরমিচির শব্দে মুখর চারদিক। সবুজ গাছপালা আর দিনভর নদীর জলে পাখিদের ভেসে বেড়ানো ও জলকেলি খেলা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হলে পাখিগুলো আশ্রয় নিচ্ছে ময়না দ্বীপের আশেপাশের গাছে।

সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে অধিকাংশ হাঁসজাতীয় পাখিরা আসতে শুরু করে। তবে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক পাখি দেখা যায়। সকাল দুপুর বিকেলে পাখির ওড়াউড়ি আর জলকেলিতে মুগ্ধ হন বেড়াতে আসা পর্যটকরা। অনেকেই ছবি তোলেন, আবার কেউ পাখির ওড়া-উড়ির দৃশ্য ভিডিও ধারণ করেন।

নওগাঁ গ্রামের বাসিন্দা প্রদিপ কর্মকার বলেন, করতোয়া নদীতে সব থেকে সুন্দর দিক হলো শীতকালে অতিথি পাখির আগমন। এই অতিথি পাখিকে দর্শনার্থীর সংখ্যা আগের থেকে বেড়ে গেছে। আশপাশের মানুষ অতিথি পাখি দেখতে আসে, এতে আমাদেরও ভালো লাগে। আমাদের উচিত এই সৌন্দর্য ধরে রাখা। সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা প্রশাসনেরও উচিত অতিথি পাখি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল বলেন, কেউ যেন পাখি শিকার না করে, তাদের ঢিল ছুড়ে না মারে এবং তাদের বিরক্ত না করে। সেজন্য সবাইকে সচেতন হতে হবে। অতিথি পাখি শীতকালের সৌন্দর্য, যার উপস্থিতিতে প্রকৃতিতে আসে নতুন রূপ। নির্দিষ্ট সময়ের পর এই পাখিগুলো চলে যায়। অতিথি পাখি আমাদের ক্ষতি করে না। অথচ দেশের বিভিন্ন স্থানে এ পাখি শিকার করা হয়। জীবন বাঁচাতে এসে জীবন দিতে হয় ভিনদেশি পাখিদের। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র মুক্তভাবে রক্ষা করতে হবে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   অতিথি পাখি   করতোয়া নদী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

উনিয়ায় ধর্ষণ-শ্লীলতাহানির বিরুদ্ধে মানববন্ধন
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি
‘দ্যাটস ইট’ কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
গনতন্ত্রের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
টঙ্গীতে আ.লীগের নেত্রীসহ পাঁচজন গ্রেফতার
পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝