দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার শহিদ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে এ গায়েবানা জানাজার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি; ইজরায়েল নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক; ফিলিস্তিনের স্মরণে, ভয় করি না মরণে ইত্যাদি স্লোগান দেন।”
কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, দখলদার ইসরায়েল হামাস প্রধানের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। ইসরায়েল দীর্ঘ সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এই দখলদার সন্ত্রাসী ইসরায়েলের ধ্বংস কামনা করছি। বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি ইসরায়েলের সন্ত্রাসী হামলা বন্ধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।
ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ‘মুসলিমরা জালিমদের থেকে সংখ্যায় কম হলেও যুগে যুগে তারাই জয়লাভ করেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন মুক্তি পাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যেভাবে মদ হারাম, এটার বিপক্ষে পুরো পৃথিবী চলে গেলেও এটা হারাম। একই ভাবে ইসরায়েলের পক্ষে পুরো পৃথিবী চলে গেলেও একই ভাবে ইসরায়েল কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। আমরা বলতে চাই একজনকে হত্যা করে কখনো আমাদের ইসলামী আন্দোলন দমন করা যাবে না।’
ইয়াহিয়াকে কুরআনের আয়াত থেকে জীবন্ত আখ্যা দিয়ে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দারদা বলেন, ‘আল্লাহ কুরআনে শহিদেরকে জীবন্ত বলেছেন। আজ থেকে আমরা তাদেরকে মৃত বলবো না, তারা জীবন্ত। তিনি মৃত্যুর আগ পর্যন্ত জালিমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আমরা তার থেকে প্রেরণা নিয়ে ময়দানে কাজ করবো। আমাদের সমাজে অত্যাচারিত মানুষের আহাজারিতে পরিবেশ ভারী হচ্ছে। আমাদের এখনি উচিত জেগে উঠার।’
তিনি আরো বলেন, ‘আজ থেকে আমরা এখান থেকে শপথ করি পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের গায়ে আঘাত আসবে সেই প্রান্তের ভাইদের পাশে দাড়াবো। জালিমদের বিরুদ্ধে আওয়াজ তুলবো।’
কেকে/এজে