শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে সিলেট অঞ্চলের ‘১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’ প্রতিযোগিতা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
উদ্বোধনকালে সিলেটের নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবি অধ্যাপক ও কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন, জাতীয় গণিত সমিতির প্রতিনিধি মো. ফেরদৌস ও নাহিদ হাসান, শাবির কেমিক্যাল এ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আখতারুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
গণিত অলিম্পিয়াডের সিলেট অঞ্চলের আহ্বায়ক হিসেবে রয়েছেন শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সচিব অধ্যাপক ড. মো. আলমগীর কবির।
আয়োজকেরা জানান, অলিম্পিয়াডটি পরিচালিত হচ্ছে জাতীয় গণিত সমিতির মাধ্যমে এবং এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। অলিম্পিয়াডের সিলেট অঞ্চলের আয়োজক হিসেবে ছিলেন শাবির গণিত বিভাগ।
প্রতিযোগিতায় সিলেটের শাবিপ্রবি, মুরারিচাঁদ কলেজ, সরকারী কলেজ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্তত ১০০ এর মত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সিলেট অঞ্চলের ১০ জন বাছাইকৃত শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। পরবর্তীতে যারা জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
কেকে/এমআই