তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে এক নারী দর্শকের মৃত্যুর ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালত তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। খবর বার্তা সংস্থা আইএএনএস-এর।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো চলাকালে তুমুল ভিড়ের সৃষ্টি হয়। অভিনেতা আল্লু অর্জুনের আগমনের খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রেক্ষাগৃহের মূল গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার ছেলে শ্রীতেজ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি প্রতিরোধে আল্লু অর্জুনের টিম কিংবা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে সমন্বয় করেনি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১০৫ ও ১১৮(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
হায়দরাবাদ পুলিশের ডিসি জানিয়েছেন, অর্জুনের টিম কিংবা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ সঠিক সময়ে পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেনি। এ কারণে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি। তদন্তে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর আল্লু অর্জুন নিহত রেবতীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাদের জন্য ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। তবে আইনি জটিলতা এড়াতে তার এই উদ্যোগ কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এ ঘটনায় আল্লু অর্জুনের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অভিনেতাকে সমর্থন করলেও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে দায়ী করছেন।
কেকে/এএম