এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে ফেল করা একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
আগামীকাল সোমবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয় পদত্যাগপত্র জমা দেবেন বলে আজ রোববার রাতে গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করবো। আগামীকাল আমার পদত্যাগপত্র জমা দেবো।
কেকে/এজে