রংপুরের গঙ্গাচড়ায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
গোপন সংবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় চৌধুরীর হাট বাজারের সার ব্যবসায়ী লাবলু মিয়াকে ৩০ হাজার ও রহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।স্থানীয় কৃষকদের অভিযোগ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছিল।
গঙ্গাচড়া সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলামসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস