বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে টঙ্গীতে শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের বাসভবনে এ আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন সরদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সরাফত হোসেন, জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আনিছুজ্জামান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী সৌমিক সরকার, গাজীপুর মহানগর কর্মজীবী দলের দপ্তর সম্পাদক সঞ্জয় হালদার এবং ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কেকে/এএম