দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে শুক্রবার গ্রেফতারের পর ঘণ্টাখানেকের মধ্যেই তেলেঙ্গানা হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।
গ্রেফতারের পর আল্লু অর্জুনকে চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে হায়দারাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা-২’-এর প্রিমিয়ারে এক নারী ভক্তের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
পুলিশ প্রথমে তাকে মেডিকেল চেকআপের জন্য ওসমানিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে নামপল্লী আদালতে হাজির করা হয়, যেখানে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে তেলেঙ্গানা হাইকোর্ট দ্রুত জামিন মঞ্জুর করে।
ঘটনার সূত্রপাত গত ৪ ডিসেম্বর, যখন হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’ প্রিমিয়ার চলাকালে ভিড়ের চাপে এক নারী অনুরাগীর মৃত্যু হয়। ওই নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।
আল্লু অর্জুনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর তার চাচা, রাজনীতিবিদ পবণ কল্যাণ এবং অভিনেতা চিরঞ্জীবী দ্রুত তার বাড়িতে পৌঁছান। তবে জামিনের পরপরই পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এই ঘটনাটি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি এবং আল্লু অর্জুনের ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।
কেকে/এএম