সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (৫২), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া (৪০) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শামীম ওরফে চাক্কু শামীম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে জখম করে। এ ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিল। ঘটনার পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আত্মগোপনে চলে যান। তাদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া বলেন, ‘তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের সিলেট আদালতে পাঠানো হবে।’
কেকে/এমআই