ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ৭৪ হাজার ১শ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ফেনীর বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয় নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার মজুমদারহাট বিওপি ও কেতরাংগা বিওপি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় হুইস্কি, ফেন্সিডিল ও চশমা জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মাদক, চশমার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৪ হাজার ১শ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
কেকে/এএম