সোমবার, ৩১ মার্চ ২০২৫,
১৭ চৈত্র ১৪৩১
বাংলা English

সোমবার, ৩১ মার্চ ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
গ্রামবাংলা
প্লাস্টিকের প্রচলন না কমালে ৫০ বছর পরই পৃথিবী বিপদে পড়বে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৯:১০ পিএম  (ভিজিটর : ২৩৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা অঞ্চলে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে আগত অতিথিরা বলেন, প্লাস্টিকের প্রচলন না কমালে ৫০ বছর পর পৃথিবী বিপদে পড়বে। আর পৃথিবী বিপদে পড়ার আগে বিপদে পড়বে প্রাণিকুল। সমুদ্র শুকিয়ে সামুদ্রিক প্রাণীরা মারা যাবে। খাদ্য শৃঙ্খল ভেঙ্গে যাবে। এরপরেই পৃথিবী ধ্বংস হবে। নিশ্চয়ই তোমরা শিক্ষার্থীরা এটা চাও না। এসব বিষয় নিয়েই কাজ করে প্রাণিবিদ্যা সমিতি। বিশেষ করে প্রাণীকুল রক্ষা ও তাদের সংরক্ষণের আন্দোলন চালাচ্ছে এই সমিতি।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির কুমিল্লা অঞ্চলের প্রধান প্রফেসর ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভূঁইয়ার সমন্বয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ।

অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহসভাপতি প্রফেসর ড. মো. নিয়ামুল নাসের, কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর তাওহিদা আক্তার, মৎস্য অধিদপ্তরের পরামর্শক ড. মন্মথ নাথ সরকারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

সকালে কলেজের জিয়া অডিটোরিয়াম থেকে র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় অলিম্পিয়াডের আনুষ্ঠানিকতা। এসময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর দুপুরে প্রতিযোগিরা পরীক্ষায় অংশ নেন।

আয়োজকরা জানান, অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের ৪ জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই গ্রুপের ২৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। অলিম্পিয়াডে উচ্চ মাধ্যমিক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী জুতি আক্তার ও রানার আপ হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের হুমাইরা আক্তার। স্নাতক ও স্নাতকোত্তর গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন ফেনী সরকারি কলেজের মিসুতা সুলতানা ও রানারআপ হয়েছেন চাঁদপুর সরকারি কলেজের শাহেলা বিনতে জিহাদী।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম বলেন, বর্তমান প্রজন্মের কাছে প্রাণিবিদ্যাকে প্রিয় করে তুলতে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির উদ্যোগে ২০১৪ সাল হতে বাংলাদেশব্যাপী প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়ে আসছে। এবার এই অলিম্পিয়াডের ১১তম আসর। বিষয় হিসেবে প্রাণিবিজ্ঞানকে অধিক পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলাই এই অলিম্পিয়াডের উদ্দেশ্য বলেও উল্লেখ করেন তিনি।

সহ-সভাপতি নিয়ামুল নাসের বলেন, অলিম্পিয়াডের মাধ্যমে প্রাণিবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করে ভবিষ্যতে এ বিষয়টি দেশের কল্যাণে কাজে লাগানোও অন্যতম উদ্দেশ্য। সারা বাংলাদেশকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে অলিম্পিয়াড পরিচালিত হচ্ছে। প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড দেশের প্রাণিবিজ্ঞানীদের বিশেষ করে প্রাণিবিজ্ঞানের ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সকল অঞ্চল থেকে অলিম্পিয়াডে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানারআপ দুজনকে জাতীয় পর্যায়ে নেয়া হবে। জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।

কেকে/এমআই
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মানুষ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল
খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি পোস্ট করে যা বললেন আসিফ নজরুল
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
শহিদ আবু সাঈদের পরিবারকে বেরোবি উপাচার্যের ঈদ সামগ্রী প্রদান
মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
পটুয়াখালীতে ২২ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে আজ
নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close