চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিন দিন কমছে জেলার তাপমাত্রা। শনিবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
এর আগে সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
এখানে কনকনে ঠান্ডা বাতাসের সাথে বইছে কুয়াশার দাপট। ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন। শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে খরকুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন তারা। গরম কাপড় পরে নিজেদের শীত নিবারণের চেষ্টা করছেন। তবে এসব প্রচেষ্টা যথেষ্ট নয় এবং শীতের এই তীব্রতা তাদের জন্য চরম কষ্টকর হয়ে উঠেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসাম জানান, চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬ টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনের ব্যবধানে তামপাত্রা আরও কমতে পারে। শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।
কেকে/এমএস