চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পৌর প্রশাসন, নাচোল থানাপুলিশ, নাচোল সরকারি কলেজ, মহিলা কলেজ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, স্থানীয় শুশিল সমাজ ও সাংবাদিকদের পক্ষ থেকে নাচোল থানা চত্বরে ১৯৭১ সালের এপ্রিল মাসে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত শহিদ কনস্টেবল মেছের আলী, আব্দুল মালেক ও সিরাজুল ইসলাম এর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কেকে/এমএস