শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্রের আয়োজনে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা।
পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পন শেষে শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান, নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল প্রমুখ।
কেকে/এমএস