শনিবার, ২৯ মার্চ ২০২৫,
১৫ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ২৯ মার্চ ২০২৫
শিরোনাম: ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাই      ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি      আজ পবিত্র জুমাতুল বিদা      
গ্রামবাংলা
ভারতীয় মিডিয়ায় মিথ্যা অভিযোগ: নির্যাতনের কোনো ঘটনা নেই
মেরাজ নাছিম, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২:৪৪ পিএম  (ভিজিটর : ১৪৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর দেশটির পুলিশের হাতে ধরা পড়ে বাংলাদেশের কিশোরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার। তাদের এক সদস্য দেশটির গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে তারা ভারতে পালিয়ে এসেছেন।

ভারতের গণমাধ্যম এবিপি আনন্দ, এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আমবাসা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের ১০ জনকে আটক করে ত্রিপুরা পুলিশ। তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টা করছিল।

তাদের একজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশে নির্যাতনের অভিযোগ তুলে বলেন, ‘কী করমু দেশে আর থাকার মতো ভালো নাই। আমি গাড়ি চালাই। হে আমারে গাইলায়, হে আমারে গাইলায়। মারতে আহে, ধরতে আহে। আমার বাপ লইয়া, মেয়ে-ছেলে লইয়া, সব লইয়া চইলা আইছি।’

‘আমারে মারলেও আমি ভারত থেকে যাইতাম না, গাইলালেও আমি ভারত থেকে যাইতাম না। আমি এইহানেই থাকমু। অহন আপনারা যদি আমারে রাহন, আমি থাকমু। আমারে না রাখলে আপনেরা জেলে ভইরা থুইয়া দেন। আমি আর বাংলাদেশে যাইতাম না।’ বলে দাবি করেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে অভিযোগকারীকে ‘শঙ্করচন্দ্র সরকার’ বলে উল্লেখ করা হয়। এবিপি আনন্দর ভিডিও প্রতিবেদনে একবার তার নাম ‘শঙ্করচন্দ্র সরকার’, আরেকবার তার নাম ‘সুধীরচন্দ্র সরকার’ বলে উল্লেখ করা হয়।

আটককৃতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার হিন্দু অধ্যুষিত ধনপুর ইউনিয়নের করঞ্চা গ্রামে। ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তির নাম সুধীরচন্দ্র সরকার বা শঙ্করচন্দ্র সরকার নন। সাক্ষাৎকার দিয়েছেন সুধীরচন্দ্র সরকারের বড় ছেলে সজিব সরকার। করঞ্চা গ্রামে পরিবার নিয়ে বাস করছেন সুধীরচন্দ্র সরকারের ছোট ছেলে শঙ্কর সরকার।

সজিবের ছোট ভাই শঙ্কর সরকার বলেন, ‘আমার বড় ভাই সজিব সরকার তিন বছর কিশোরগঞ্জ শহরে গাড়ি চালিয়েছেন। কিশোরগঞ্জে গাড়ি চালাতে গিয়ে কী সমস্যা হয়েছে তা আমাদের জানাননি। পরে বাড়িতে এসে বড় ভাই বলেন, ভারতে চলে যাবেন। এলাকায় আমাদের ওপরে কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। বড় ভাই মিডিয়ায় যা বলেছেন, সব মিথ্যা’।

সুধীরচন্দ্র সরকারের প্রতিবেশীরা জানান, ধনপুরে এখন পর্যন্ত হিন্দুদের ওপর হামলা বা নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। সুধীরচন্দ্র সরকারের সঙ্গে এলাকার কারো ঝগড়া বা সমস্যা হয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর কিছুদিন আগে স্বেচ্ছায় পরিবার নিয়ে ভারতে চলে গেছেন সুধীরচন্দ্র সরকার। ভারতীয় গণমাধ্যমে সুধীরচন্দ্র সরকারের বড় ছেলে সজিব সরকারের মিথ্যা বক্তব্য শুনে তারা হতভম্ব হয়ে গেছেন।

ধনপুর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য মিলন রানী দাস (৬০) বলেন, ‘আমাদের এলাকার আশপাশে কোনো মুসলমান নাই। এখানে আমরা সবাই সনাতন ধর্মের লোক বসবাস করি। ৫ আগস্টের পর থেকে তারা (সুধীরচন্দ্র সরকার) চলে যাবে বলেছিল। পরে হঠাৎ করে একদিন ভারতে চলে গেছেন। ধনপুরের বাজারে, হাটে-ঘাটে এরা কোনো নির্যাতনের শিকার হননি।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইটনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৌশিক দেব নাথ জয় জানান, ‘ধনপুর ইউনিয়নে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন ভালো রয়েছি। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত আমাদের ওপর কোনো আক্রমণ হয়নি।’

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, ‘সুধীরচন্দ্র সরকার নির্যাতনের শিকার হয়ে ভারতে পালিয়ে গেছেন এই মর্মে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে ইটনা থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এই সংবাদের কোনো সত্যতা পায়নি পাওয়া যায়নি। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  ভারতীয় মিডিয়া   অপপ্রচার   মিথ্যা অভিযোগ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই
আদিতমারীতে জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ কাফেলার ঈদ উপহার
বনকর্মীদের ওপর বনখেকোদের হামলা, ভেঙ্গে দিয়েছে হাত
লুটপাট সন্ত্রাস আর মেনে নেওয়া হবে না: সামান্তা শারমিন

সর্বাধিক পঠিত

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২: ফাইনাল মহারণ ৫ এপ্রিল
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নালিতাবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আগের মতোই চলছে চাঁদাবাজি
ইউনাইটেড-১৩ এর বর্ষপূর্তিতে ইফতার ও দোয়া মাহফিল

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close