মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি পোশাক কারখানায় অভিযান চালানো হয়েছে। এতে ৩৫ বাংলাদেশিসহ অন্তত ৫০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং দুই সপ্তাহ নজরদারি চালানোর পর মঙ্গলবার (১১ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, অভিযানে ৪৬ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি কারখানাটির ম্যানেজার। অবৈধ এসব বাংলাদেশিকে তিনি জোগাড় করেছিলেন।
অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান, কারখানা থেকে আরও ৩৪ বাংলাদেশি এবং ১৫ বার্মা নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের টেইলার্সের কাজের জন্য আনা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটি প্রায় দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল। অভিযানে প্রায় ৪০টি টাইম কার্ড এবং বিভিন্ন ধরনের সেলাই মেশিন জব্দ করা হয়েছে। এছাড়া আটকদের আরও তদন্তের জন্য বুকিত জলিল ডিপোতে পাঠানো হয়েছে।
কেকে/এইচএস