শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫,
২১ চৈত্র ১৪৩১
বাংলা English

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
শিরোনাম: হাসিনার প্রত্যাবর্তন, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা      ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক শুরু      ‘রোহিঙ্গা সংকট সমাধান না হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে’      দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে      ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ      বিমসটেকে বঙ্গোপসাগরীয় সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই      বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৩      
খেলাধুলা
ভারত-পাকিস্তানের সমঝোতায় সমাধান হলো চ্যাম্পিয়ন্স ট্রফির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৬ পিএম  (ভিজিটর : ১৫১)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমঝোতার ফলে নিশ্চিত হওয়া গেছে, নির্ধারিত সময়ই হতে যাচ্ছে ২০২৫ সালের জমজমাট চ্যাম্পিয়ন্স ট্রফি। এক মাসের টানাপোড়েনের পর অবশেষে উজ্জ্বল হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ।

সিদ্ধান্ত হয়েছে, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতা অনুসারে, ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাইয়ে।

টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হলেও আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। বাকি ১০ ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে, সেক্ষেত্রে এই ম্যাচ দুটিও পাকিস্তানে হওয়ার আলোচনা চলছে।

শুরুতে আলোচনা ছিল, হাইব্রিড মডেলে খেলা আয়োজন করতে পিসিবিকে বিশেষ ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে দুবাইয়ে ম্যাচ আয়োজনের জন্য বাড়তি অর্থ পাবে না পিসিবি।

ভারতের সঙ্গে পূরণ হয়েছে পিসিবির বেঁধে দেওয়া শর্তও। ভারতীয় দল পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় পিসিবি শর্ত দিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। পিসিবির সেই শর্ত মেনে নিয়েছে আইসিসি। সে অনুসারে, ওই আসরের লিগ পর্যায়ে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়।

আজ শনিবার বিসিসিআই ও পিসিবির সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এই বৈঠকের পর চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ হতে পারে। প্রাথমিক সূচি অনুসারে, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্ট হওয়ার কথা।

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে হওয়ার কথা নারী ওয়ানডে বিশ্বকাপ। পিসিবির পূরণ হওয়া শর্ত অনুসারে, এই আসরেও ভারতে যাবে না পাকিস্তানের মেয়েরা। যদিও বিকল্প ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিসিবির শর্ত অনুসারে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে পাকিস্তানকে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেরা ৮ দল নিয়ে আয়োজিত হবে মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলা হবে। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫   ভারত-পাকিস্তানের সমঝোতা   হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা ঠিক হবে না: বিক্রম মিশ্রি
প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নিতে সম্মতি মিয়ানমার
বগুড়ায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় গাড়ির চাপায় চার মাসের শিশু নিহত
গৃহকর্মীকে মারধর করায় পরীমণির বিরুদ্ধে থানায় অভিযোগ

সর্বাধিক পঠিত

কালাইয়ে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে প্রেমিকার অনশন
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেফতার
আফরিমা ঈমার কবিতা
চরম অব্যবস্থাপনায় দর্শনীয় স্থান ওয়াইব্রীজে উপচেপড়া ভীড়ে নাজেহাল দর্শনার্থীরা
মৌলভীবাজারে ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2024 Kholakagoj
🔝
close