মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে প্রথমবারের মতো সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম থেকে ১০ম শ্রেণির মোট ৮৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে সকাল ১১ টায় জাফলংয়ের আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। তিনি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়ক রিয়াজ উদ্দিন, সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফসহ স্থানীয় শিক্ষা অনুরাগীরা।
সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, আমরা প্রথমবারের মতো এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। প্রতিবছর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের পর আগামী সোমবার (১৬ ডিসেম্বর) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
কেকে/এএম