পিরোজপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ লাইন্স ড্রিল সেটে আউটসোসিং সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুনাক সভানেত্রী সুবর্ণা আক্তার সম্পা।
এসময় উপস্থিত ছিলেন পুনাক পিরোজপুর সহ-সভানেত্রী রায়হানা তাহসিন, পুনাক পিরোজপুর সদস্য উম্মে হানি বিনতে কবিরসহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী সুবর্ণা আক্তার সম্পা বলেন, আউটসোর্সিং সদস্যদের জীবনমানের উন্নয়ন ও তাদের সন্তানদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে কাজ করা হবে।
কেকে/এমআই