শেখ হাসিনা সরকারের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি নির্বাচনে যারা সহযোগিতা করেছে তাদেরকেও শাস্তির আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনসহ ৩টি নির্বাচন করেছে। আর এসব একতরফা, ভুয়া, পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে যারা তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ করে দিয়েছে- তারাও সমান অপরাধী। তাই তাদেরকেও শাস্তির মুখোমুখি করতে হবে।
বিস্তারিত আসছে...
কেকে/এমআই