খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটিতে মোঃ মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক, আবু হোসেন বাবুকে সদস্য সচিব ও এড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্যের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে, ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে ।
গত শুক্রবার(১৩ ডিসেম্বর) সন্ধায় চুকনগর যতিন কাশেম সড়ক থেকে শত শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ গ্রহন করে। মিছিলটি বের হয়ে চুকনগর উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চুকনগরের আটলিয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সরদার দৌলত হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মাহাবুর রহমান সঞ্চালনায়।
প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা কমিটির স্বনির্ভর সম্পাদক বিএম হাবিবুর রহমান হবি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান মোড়ল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সরদার বেল্লাল হোসেন,বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এম নুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইলিযাজ হোসেন টুলু, প্রভাসক আব্দুর রাজ্জাক,জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অনিক আহমেদ,জেলা শ্রমিক দলের সহ- সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ,ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাবেক শেখ আবু তালেব, ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আঃ মালেক,সাধারণ সম্পাদক মাহাবুর,সাবেক ছাত্রনেতা এস এম মাসুদ রানা,ইউনিয়ন ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক সাজু গাজী,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহান আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য আতাউর রহমান প্রমুখ।আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিযর যুগ্ম মহাসচিব এ্যডভোকেট রুহোল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ ডিসেম্বর শুক্রবারে খুলনা জেলা কমিটিতে মনিরুজ্জামান মন্টু-কে আহবায়ক,এ্যাড. মোমরেজুল ইসলাম যুগ্ম আহবায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে ০৩ সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপি'র আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন।
কেকে/এআর