চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যথাযোগ্য মর্যদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসাইন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, পল্লী বিদ্যুৎ ডিজিএম জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা শামশুল আলম, শাহ্ আলম, রফিক উদ্দীন আইয়ুব, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেকে/এমআই