শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির সূর্য সন্তানদের স্মরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে কালো ব্যাজ ধারণ এবং জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
পরে, সকাল ৯ টা ৪০ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শাবিপ্রবি শিক্ষক সমিতি, শাবিপ্রবি প্রেসক্লাব, বিভিন্ন আবাসিক হল এবং বিভাগগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
তিনি বলেন, ‘১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল। একই ষড়যন্ত্র ২০২৪ সালের ছাত্র আন্দোলনেও করা হয়েছিল, তবে শিক্ষার্থীদের সঠিক পদক্ষেপে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়।’ এ সময় তিনি বর্তমান বুদ্ধিজীবীদের জাতীয় উন্নয়নে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস: ইতিহাস, তাৎপর্য ও শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী।
সভায় সভাপতিত্ব করেন বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. সাহাবুল হক। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদিরসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/এএম