বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫,
২৭ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
শিরোনাম: ‘স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে ডিসেম্বরেই হতে পারে নির্বাচন’      বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত      তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে: প্রধান উপদেষ্টা      ভারতে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল      হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার      ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী      ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১০ মামলা, গ্রেফতার ৭২       
জাতীয়
ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সমান স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:১২ পিএম  (ভিজিটর : ১১৪)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সু-সম্পর্ক চাই সম্মান ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি- আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দু’পক্ষেরই স্বার্থের ভিত্তিতে।

শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবেন বলে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবে। তবে পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়, তাদের প্রাণ যেন আর না ঝরে এ জন্য সবার দায়িত্ব নিতে হবে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় সেতু বিভাগের সাবেক সচিব মো, জাহিদ হোসেন, এম আর ডি আই অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লন্ডন প্রবাসী নিহত
বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাবেক ডিসি আব্দুল বারী
ভাঙ্গুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কিছু করা যাবে না: ইসলামী আন্দোলন
‘স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে ডিসেম্বরেই হতে পারে নির্বাচন’

সর্বাধিক পঠিত

লালপুর থানায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুবেলসহ গ্রেফতার ৪
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লন্ডন প্রবাসী নিহত
কক্সবাজারে যাত্রী নিরাপত্তায় ইমার্জেন্সি এলার্ম বাটন
সৈয়দপুরে চাঁদাবাজীর মামলায় কথিত দুই সাংবাদিক করাগারে

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close