গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি করলে ড. ইউনূসকেও ছাড় দেওয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহিদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন।
শেখ মুজিব ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিলেন মন্তব্য করে সারজিস আলম বলেন, এখন যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার। ভারত বাংলাদেশের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপন করতে চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। এদেশের জনগণ তার বিচার করবে।
অনুষ্ঠানে তিনি বলেন, শেখ মুজিব হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে ২৪ এর গণহত্যার বিচারের জন্য শহিদদের লাশ কবর থেকে কেন তুলতে হবে? আর কোন শহিদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। শহিদদের হত্যা মামলাগুলোতে বিচারকাজ পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে, তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।
এর আগে রাজশাহী বিভাগ থেকে আসা শহিদ পরিবারের সদস্যদের কাছে গিয়ে কথা বলেন সারজিস আলম। পরে গণঅভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। রাজশাহী বিভাগের ৬৩টি শহিদ পরিবারের মধ্যে ৪৬টি পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আলমগীর রহমান।
কেকে/এমআই