জুলাই বিপ্লবকে অর্থবহ করতে দেশের সর্বস্তরে বৈষম্যহীন আদর্শ বাস্তবায়নে যুবকদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আজ শনিবার (১৪ডিসেম্বর) দুপুরে ঢাকাস্থ ফেনি সমিতি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জেলা প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদ উৎখাত করা হয়েছে, ফের যেন কোনো ফ্যাসিবাদী অপশক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। বারবার এদেশের বিপ্লব- অভ্যুত্থানের ফসল হাইজ্যাক করা হয়েছে, এবার তা হতে দেয়া হবে না। ছাত্র-যুবকরা সজাগ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন-এর সভাপতিত্বে সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারী জেনারেল প্রকৌশলী মুহাম্মাদ মারুফ শেখ, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসানসহ কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় উপ-কমিটি ও জেলা প্রতিনিধিবৃন্দ।
মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে এখনো বৈষম্য লুকিয়ে আছে। একজন নাগরিকের ৬টি মৌলিক অধিকার, খাদ্য, বাসস্থান, পোশাক, শিক্ষা, চিকিৎসা ওনিরাপত্তাসহ ধর্মীয় অধিকার বাস্তবায়নের জন্য আমাদেরকে আরো লড়াই করতে হবে।
তিনি বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে “ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১৭ই জানুয়ারি জাতীয় যুব কনভেনশন সফল করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে যুব নেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশের রাজনীতিতে আদর্শিক পরিবর্তন চায়। ছাত্র ও যুব সমাজকে ক্ষমতার সিঁড়ি হওয়ার সংস্কৃতি থেকে বের করে আনতে চায়। তাই আমাদের শ্লোগান “আদর্শ যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে” এটা যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এ লক্ষ্যে জাতীয় যুব কনভেনশনে সারাদেশ থেকে লাখ লাখ যুবকের জনস্রোত তৈরি হবে। এতে পীর সাহেব চরমোনাই বৈষম্যহীন দেশ বিনির্মাণের ইশতিহার ঘোষনা করবেন ইনশাআল্লাহ। রক্ত ও জীবনের বিনিময়ে যে বিপ্লব সাধিত হয়েছে, তা ব্যর্থ হতে দেয়া হবে না।
কেকে/এআর