কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৩ সালের ৩১ অক্টোবর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অবরোধ কর্মসূচি পালনকালে ছয়সূতী বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে নিহত ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বিল্লাল হোসেন ও ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রেফায়েত উল্লাহ'র স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড়ছয়সূতী চকবাজারে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি মারুফ আল মস্তুফা (মারুফ মিয়া) ও কুলিয়ারচর উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন।
সভায় সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন ও উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী।
এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ি ব্যক্তিদের বিচার দাবি করেন।
কেকে/এএম