নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩০০ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাত সাড়ে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, মো. রিয়াদ হোসেন (৩২) ও আব্দুল আজিজ (৩৮)। তাদের দুজনের বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরিপাড়া এলাকায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে দশটায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় দুই মাদক ব্যবসায়ী রিয়াদ হোসেনের প্যান্টের পকেট থেকে ২৫০শত পিস ও আব্দুল আজিজের প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়।
কেকে/এএম