সিলেটের দক্ষিণ সুরমায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লালারগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে রুহুল আমিন (২৬) ও ববানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট নগরী থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা জগন্নাথপুরে যাচ্ছিল। পথে দক্ষিণ সুরমার লালারগাঁও এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন এক নারী ও অটোচালকসহ চারজন।
দক্ষিণ সুরমার ওসি মিজানুর রহমান বলেন, বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেকে/এআর