মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর,
বাংলার আকাশে বিজয়ের রং ঘন ঘন।
অগ্রহায়ণ মাসের শীতের তীব্রতায়,
জেগে ওঠে স্মৃতি, শহীদের মহিমায়।
চাদরে ঢাকা সবাই, শীতল বাতাসে,
শহীদ মিনারে ফুল রেখে আসে।
শিক্ষার্থীদের ভিড়, হৃদয় অনুরণিত,
বিজয়ের গান তোলা হয় অন্তহীন।
প্রভাত ফেরিতে বাজে বীরের কথা,
স্বাধীনতার সংগ্রামে শহীদের ব্যথা।
লাল-সবুজ পতাকা হাতে দোলা দেয়,
মাটির সন্তানদের গৌরব ঘোষণা করে।
শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের আয়োজন,
নাচে-গানে মুখর প্রতিটি প্রাঙ্গণ।
শিক্ষার্থীদের মুখে বিজয়ের গল্প,
বিজয়ের বার্তা ছড়িয়ে দেয় সগর্ব।
শীতের কুয়াশা ভেদ করে সূর্য ওঠে,
বাংলার মাঠে হাসি ঝরে ফসলের শোভাতে।
১৬ ডিসেম্বর, গৌরবের দিন,
প্রাণে জাগে স্বপ্ন, মুক্তির হিম।
উপস্থিত শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিজ্ঞা,
দেশপ্রেমের শপথে বাঁধা একত্র আবেগ।
শহীদদের স্বপ্ন পূরণের জন্য,
তাদের জীবন উৎসর্গের জন্য।
শীতের তীব্রতা যেন গায়ে লাগে না,
বিজয়ের উষ্ণতা উজ্জ্বল আমাদের চেতনা।
শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মন ভরে,
বাংলা মায়ের জয়গানে দিন কেটে যায়।
মোঃ সাদ্দাম হোসেইন
প্রভাষক
চরকালেখান আদর্শ কলেজ,
পরিচালক
দিনাজপুর আইটি।