প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৩ পিএম (ভিজিটর : ৬১)
ছবি: সংগৃহীত
ওয়ানডেতে হতশ্রী পারফরম্যান্স করলেও দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে লিটন। হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের আগের দিন বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় সেই প্রত্যয়ের কথায় জানিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সমতা টানতে পারলেও ওয়ানডেতে বাজেভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ দল হেরেছে ৩-০ ব্যবধানে। এমন হারের পর আগামীকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। যেখানে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৪ রানে অপরাজিত ছিলেন লিটন। যদিও শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলার কঠিন সেই সমীকরণ মেলাতে পারেননি তিনি।
ধীর গতির সেই উইকেটকে এবার কেমন দেখছেন লিটন। যা নিয়ে অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’
ম্যাচের আগেরদিন বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠেই নামতে পারেননি। তবে অধিনায়ক লিটনের আশা ক্রিকেটাররা যেহেতু খেলার মধ্যে রয়েছেন কাজেই খুব একটা সমস্যা দেখছেন না তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা যে কঠিন হবে সেটা মানছেন তিনি।
লিটন বলেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’
আগামীকাল সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ভোর ৬টায়। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ। সেই ম্যাচ দুটিও হবে একই ভেন্যুতে একই সময়ে।
কেকে/এআর