চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
১৪ ডিসেম্বর (শনিবার) বিকালে সেনাবাহিনীর কাছে আসা অভিযোগের ভিত্তিতে ওই প্রতারককে আটক করতে সক্ষম হয় লোহাগাড়ায় কর্তব্যরত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান। পরে তিনি ওই প্রতারককে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটককৃত প্রতারক মোহাম্মদ ইকবাল (৩৫) উপজেলার চুনতি ইউনিয়নের কাঠালিয়া পাড়ার ৫নং ওয়ার্ডের আব্দুল আজিজের পুত্র।
অভিযোগকারী কাইছার হামিদ (২৪) জানান, সেনাবাহিনী তার মোটর সাইকেল আটক করলে সাথে তার গাড়ির কাগজপত্র না থাকায় গাড়ি আটকে রাখে। পরে বিষয়টি জানতে পেরে ভোক্তভোগীর পূর্ব পরিচিত প্রতারক মোহাম্মদ ইকবাল তাকে বলে, সে সেনাবাহিনীর সোর্স হিসেবে কাজ করে। গাড়িটি সে উদ্ধার করে দিতে পারবে। গাড়িটি উদ্ধার করতে সেনাবাহিনীকে ২৫ হাজার টাকা দিতে হবে বলে দাবী করে। এক পর্যায়ে ওই প্রতারক টাকা হাতিয়ে নিয়ে গাড়িটির সঠিক কাগজপত্র দেখিয়ে সেনাবাহিনী থেকে গাড়িটি ছাড়িয়ে নেয়।
উপজেলার চরম্বা ইউনিয়নের অপর এক অভিযোগকারী আব্দুস শুক্কুর জানান, তার দোকান উদ্ধার করে দিবে বলে তার কাছ থেকেও ১০ হাজার টাকা দাবি করে। বিষয়টি সেনাবাহিনীকে অবগত করলে তদন্তের ভিত্তিতে লোহাগাড়ায় কর্তব্যরত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান প্রতারক মোহাম্মদ ইকবালকে আটক করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, আটককৃত মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে থানায় সরকারি কর্মচারীর মিথ্যা পরিচয়ে প্রতারক মামলা রুজু হয়েছে।
কেকে/এআর