নড়াইলে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় নড়াইলের জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বিভিন্ন সরকারি দপ্তরের নিয়মিত কার্যক্রম, এসব দপ্তরের আওতাধীন বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান ও স্থাপনার সুষ্ঠু পরিচালনা ও তদারকি, বিভিন্ন কর্তৃপক্ষের অধীনে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ইতোমধ্যেই সমাপ্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কার্যকারিতা, জনসম্পৃক্ততা ও সময়োপযোগিতা ইত্যাদি সম্পর্কে খোঁজখবর নেন, এবং জেলার সার্বিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন চলমান বিষয়াদি সম্পর্কে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কেকে/এআর